Wellcome to National Portal
Main Comtent Skiped

মামলার আবেদন

 

চেয়ারম্যান বরাবর আবেদন করার পর গ্রাম আদালত এখতিয়ার ভূক্ত হইলে আবেদন ফিস বিবিধ ৯৬/-টাকা ও মামলা দায়ের ফিস বাবদ ৪/- টাকা সর্বমোট ১০০/- টাকা বাদীকে পরিষদ বরাবর ফিস দিতে হয়। উক্ত ফিসের রশিদ ১ কপি করে আবেদনের সাথে সংযুক্ত থাকে। তখন অত্র গ্রাম আদালতে মামলা গৃহীত হয়। তারপর মামলা দায়ের রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়। এরপর উভয়কে নোটিশ দেওয়া হয়। শুনানীর তারিখে মামলা পরিচালিত হয়।